BADC সেচ বিভাগ এ স্বাগতম
পরিমিত সেচ দেই, অধিক ফসল ঘরে নেই
কৃষি প্রধান বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিএডিসি’র ক্ষুদ্রসেচ উইং এর ভূমিকা অপরিহার্য। ১৯৬০ এর দশকে মাত্র ১,৫৫৫টি শক্তিচালিত পাম্পের মাধ্যমে বিএডিসি কর্তৃক দেশে আধুনিক সেচ ও কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার প্রচলন ঘটে। র্তমান কৃষিবান্ধব সরকারের নির্বাচনী ইশহেতার-২০১৮ অনুযায়ী পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে রূপকল্প (Vision)-২০২১ সফলভাবে সম্পন্নকরণের মাধ্যমে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে এসডিজি (SDG) বাস্তবায়ন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন এবং শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনা (Delta Plan-2100) এর আলোকে বিএডিসি ক্ষুদ্রসেচ উইং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বহুমুখী সেচ সেবা কার্যক্রম গ্রহণ করেছে; বিদ্যুৎ চালিত সেচযন্ত্রসমূহের বিদ্যুতায়ন নিশ্চিতকরণের মাধ্যমে সেচ খরচ হ্রাসকরণ, নবায়নযোগ্য শক্তি যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ, বারিড পাইপ ও পাকা সেচনালা, আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সেচ এলাকা (Command Area) সম্প্রসারণ, সেচের পানির অপচয়রোধ, সেচ খরচ হ্রাস, সেচের নিবিড়তা এবং সেচ দক্ষতা বৃদ্ধিকরণ, ভূগর্ভস্থ লবণ পানির অনুপ্রবেশ মনিটরিং এর মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানির লবণাক্ততা পর্যবেক্ষণ এবং লবণাক্ততা নিরূপণের মাধ্যমে Salinity Intrusion Map তৈরিকরণ, ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে সেচযন্ত্র, সেচ এলাকা, সেচের পানি ইত্যাদির নিয়মিত জরিপ, অনুসন্ধান, পানির গুণাগুণ পরীক্ষাকরণ, ভূগর্ভস্থ পানি মনিটরিং এ অটো ওয়াটার লেভেল রেকর্ডার ও ডাটা লগার স্থাপন এবং পর্যবেক্ষণ নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর পরিমাপ করে Ground Water Zoning Map তৈরিকরণ, মাঠ পর্যায়ে কৃষি কাজে ভূগর্ভস্থ পানি আইন-২০১৮ ও তদীয় বিধিমালা-২০১৯ অনুযায়ী সেচযন্ত্রের লাইসেন্স প্রদান।
সেচের নলকুপের লাইসেন্স করা বাধ্যতামুলকঃ-
কৃষিকাজে ব্যবহারের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপনে এখন থেকে উপজেলা পরিষদ থেকে লাইসেন্স নিতে হবে। এ জন্য মৌজা ও মৌজাগুলোর নকশা, নলকূপ স্থাপনের সুনির্দিষ্ট স্থান, আশপাশে নদী, খাল ও বিল থাকলে তার অবস্থান উল্লেখ করে উপজেলা পরিষদে আবেদন করতে হবে। আবেদনে প্রস্তাবিত সেচ এলাকার চারপাশে অবস্থিত নলকূপগুলোর অবস্থান, ফসলের পরিমাণ ও বিবরণসহ প্রস্তাবিত সেচ এলাকার তথ্যও থাকতে হবে। আবেদন পাওয়ার পর সরেজমিনে সব তথ্য যাচাই শেষে লাইসেন্স ইস্যু করবে উপজেলা পরিষদ। এমন বিধান করে ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা-২০১৯’ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।
২০১৭-২০১৮ সাল পর্যন্ত কৃষিকাজে গভীর ও অগভীর নলকূপ বসাতে সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হতো না। ফলে বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নলকূপ রয়েছে। কোথাও কোথাও ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্যই গত ২০১৯ সালে নতুন আইন ও বিধিমালা করেছে কৃষি মন্ত্রণালয়।
আবেদনের নির্ধারিত ফি জমাঃ-
০২ (দুই) কিউসেক পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য ৫০০ টাকা, ১.৫ (দেড়) কিউসেক পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য ৪০০ টাকা, ১ (এক) কিউসিক পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য ৩০০ টাকা, ০.৫ (হাফ) কিউসেক পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপের জন্য ২০০ টাকা ফি, অগভীর নলকূপের জন্য ২০০ টাকা ফি।
নলকুপের লাইসেন্স এবং নবায়নঃ-
গভীর নলকূপের জন্য লাইসেন্স ফি ৩০০০ টাকা ও অগভীর নলকূপের ক্ষেত্রে ১০০০ টাকা লাইসেন্স ফি দিতে হবে।
বিধিমালা অনুযায়ী, নলকূপ স্থাপনে লাইসেন্সের মেয়াদ হবে ০৩ (তিন) বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ০৭ (সাত) দিন আগে তা নবায়নের জন্য আবেদন করতে হবে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার ৬০ (ষাট) দিনের মধ্যে নবায়নের জন্য আবেদন না করলে পুরনো লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে লাইসেন্স নিতে হবে।
যদি আরও কোনো তথ্য জানা বা জিজ্ঞাসার থাকে ?
লাইসেন্সের জন্য আবেদন করুন
আপনার নতুন নলকূপ স্থাপনের লাইসেন্স করাতে এখানে ফর্ম পূরণ করুন
আপনার বিদ্যমান নলকূপের লাইসেন্স করাতে এখানে ফর্ম পূরণ করুন
আপনার নলকূপের লাইসেন্সটি নবায়ন করাতে এখানে ফর্ম পূরণ করুন
ব্যাংকে জমার হিসাবের তালিকাঃ-
পাশের কলামে ব্যাংক জমা করার হিসাব নম্বর দেয়া আছে। আপনাদের নিজ উপজেলা সিলেক্ট করে ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করে নিন। তারপর নিকটস্ত শাখায় গিয়ে জমা দিন। আবেদন ফি জমাদানের পর অবশ্যই জমা রসিদের একটা কপি রাখবেন, যা আপনার আবেদনের সাথে যুক্ত করতে হবে। রসিদের কপিতে তারিখ, রসিদ নম্বর, টাকার পরিমান, ব্যাংক ও হিসাব নম্বর স্পষ্ট রাখুন।
ব্যাংক হিসাব নম্বর দেখুন
ব্যাংকের নামঃ সোশ্যাল ইসলামী ব্যাংক
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ১১৩১৩৩০০০৭৫৪৯
উপজেলাঃ ডুমুরিয়া
ব্যাংকের নামঃ অগ্রণী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ০২০০০১৬০৫৩৬৮৪
উপজেলাঃ রূপসা
ব্যাংকের নামঃ অগ্রণী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ০২০০০১৬০৭০১৮৬
উপজেলাঃ তেরখাদা
ব্যাংকের নামঃ পুবালী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ৪২৬৬৯০১৯৯৮৪
উপজেলাঃ ফুলতলা
ব্যাংকের নামঃ সোশ্যাল ইসলামী ব্যাংক
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ০৪৩১৩৩০০১১০৯৬
উপজেলাঃ পাইকগাছা
ব্যাংকের নামঃ সোনালী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ২৭০৩৭০২০০০৬৫৪
উপজেলাঃ বটিয়াঘাটা
ব্যাংকের নামঃ সোনালী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ২৭০৫২০২০০১১৪৭
উপজেলাঃ চালনা
ব্যাংকের নামঃ সোনালী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ২৭১০২০০০০০৩৬০
উপজেলাঃ দিঘলিয়া
ব্যাংকের নামঃ সোনালী ব্যাংক লিঃ
হিসাবের নামঃ উপজেলা নলকূপ স্থাপন
হিসাব নম্বরঃ ২৭১৭৭০২০০২২৩৭
উপজেলাঃ কয়রা